রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার লেংটিছড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মশিউর ও বিজয় চন্দ্র। তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল লেংটিছড়া ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের গাড়ি দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই দুই ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
ওসি আরো জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।