পাংশায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ফরিদা বেগম (৩০) রুপিয়াট গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ওয়ান শ্যুটারগান, চারটি কার্তুজ, দুটি রামদা ও একটি বড় চাপাতি।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, গ্রেপ্তার হওয়া ফরিদার বাড়িতে অস্ত্রসহ দুজন ডাকাত অবস্থান করছে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরিদার স্বামীসহ অপর দুই ডাকাত পালিয়ে যায়। তখন অস্ত্র ও গুলিসহ ফরিদাকে গ্রেপ্তার করা হয়। অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।