বান্দরবান বিএনপির সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা
বান্দরবানে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন জেলা বিএনপির একাংশসহ অঙ্গসংগঠনের নেতারা।
গত বৃহস্পতিবার রাত ১১টার সময় পৌরসভা মিলনায়তনে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জরুরি সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন। বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা বিএনপির বহিষ্কৃত ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, জেলা যুবদলের সভাপতি আবু বক্কর, কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জ্যেষ্ঠ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন বলেন, অর্থের লোভে দলের মধ্যে বিভাজন তৈরি করে ফায়দা লুটছেন জেরী। আজ্ঞাবহ নেতাদের নিয়ে কথায় কথায় দলের ত্যাগী নেতা-কর্মীদের বহিষ্কার করে বিএনপির রাজনীতি মাঠে হত্যা করছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য জেরীকে অবাঞ্ছিত ঘোষণা এবং দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। বৈঠকের সিদ্ধান্ত রেজুলেশন করে কেন্দ্রে পাঠানো হবে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ ও ছাত্রবিষয়ক সম্পাদক জাবেদ রেজাকে বহিষ্কার করা হয়।