মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া-মুন্সীগঞ্জ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মো. ফরহাদ (২৮) নামের এক আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে চিতলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো দুই মোটরসাইকেল আরোহী আহত হন।
আহত দুজনের নাম শহিদুল ইসলাম (২৫) ও ফরহাদ হোসেন (২৬)। তাঁদের দুজনকে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, ঢাকার মিরপুরের ১ নম্বর সেকশন থেকে মোটরসাইকেলে করে মুন্সীগঞ্জের চিতলিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনজন। পথে চিতলিয়া-মুন্সীগঞ্জ সড়কে বিছিয়ে রাখা কাউনগাছে পিছলা খেয়ে চলন্ত মোটরসাইকেল নিয়ে পড়ে যান তাঁরা।
এ সময় মোটরসাইকেল আরোহী মো. ফরহাদ, শহীদুল ইসলাম ও ফরহাদ হোসেন গুরুতর আহত হন। এর মধ্যে মো. ফরহাদ মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক মো. ফরহাদকে মৃত ঘোষণা করেন।