ফেনীতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন
ফেনীতে একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ উপকেন্দ্রের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (পিডিবি) বলছে, প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৩/১১ কেভি ১০/১৩ এমভিএ উপকেন্দ্রটি চালু হওয়ায় শহরের উত্তরাঞ্চলের ১৩ হাজার বিদ্যুৎ গ্রাহক লোডশেডিং থেকে মুক্তি পাবে।
এর মধ্য দিয়ে দুটি লাইনের মাধ্যমে ফেনী সদর হাসপাতাল ও গার্লস ক্যাডেট কলেজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
পিডিবির আরবান প্রকল্প বিভাগের নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিডিবির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ফেনীর পৌর মেয়র আলাউদ্দিন প্রমুখ।