রাত ৯টার পর দূরপাল্লার বাস চলবে না
অবরোধ ও হরতালের নাশকতার কারণে রাত ৯টার পর দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকবে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নৈশকোচ চলবে না।’ কবে চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগরিই চালু হবে।’
বাংলাদেশে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আপাতত রাত ৯টার পর দূরপাল্লার বাস চলবে না। নিরাপত্তার ব্যবস্থা হলেই সার্বক্ষণিক বাস চলবে।’
উত্তর ও দক্ষিণবঙ্গের মহাসড়কের কিছু স্পর্শকাতর স্থানের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সারা দেশে ২৪ ঘণ্টা যাত্রীবাহী বাস চলাচল করানো যাবে বলে সরকারকে জানায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।