রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে ঐক্য প্রক্রিয়ার চিঠি
জাতীয় সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’।
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে লেখা চিঠিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে সংলাপের শুভ উদ্যোগ গ্রহণে বিশেষ ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।
সংলাপের ‘শুভ উদ্যোগ’ নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে সংগঠনটি সংলাপের উদ্যোগ-সংক্রান্ত একটি প্রস্তাবনাও প্রধানমন্ত্রী বরাবর দিয়েছে।
বিএনপির চেয়ারপারসনকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ উপায়ে বিরাজমান সমস্যার দ্রুত সমাধান করতে হবে, যাতে নারী-শিশুসহ সব নির্দোষ মানুষ জ্বালাও-পোড়াওয়ের হাত থেকে রক্ষা পায়।
সোমবার সন্ধ্যায় নাগরিক সমাজের পক্ষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠির একটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর পাঠানো হয়। তিনটি চিঠিই সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো হয়েছে।
চলমান সংকট সমাধানে সংলাপের সঙ্গে দেশের মানুষও থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিরাজমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে ৭ ফেব্রুয়ারি রাজধানীতে বিভিন্ন পেশার নাগরিকদের এক মতবিনিময় সভায় জাতীয় সংলাপের একটি প্রস্তাব গ্রহণ করা হয়।