থানার ছাদে এসআইয়ের গুলিবিদ্ধ লাশ
যশোরের মণিরামপুর থানা ভবনের ছাদ থেকে এক উপপরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আলী আকবর। আজ শনিবার ভোরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, রাতে জরুরি কর্মকর্তা হিসেবে থানায় দায়িত্ব পালন করছিলেন আলী আকবর। ভোর সোয়া ৪টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে থানায় অবস্থানরত অন্য পুলিশ সদস্যরা ছাদে গিয়ে আলী আকবরকে পড়ে থাকতে দেখেন। পাশেই তাঁর রিভলভার ও একটি গুলির খোসা পাওয়া যায়। দ্রুত তাঁকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলী আকবরের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামে।
ওসি বলেন, ‘পারিবারিক কলহের জেরে মাথায় অস্ত্র ঠেকিয়ে এসআই আলী আকবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। দুই স্ত্রী নিয়ে তিনি পারিবারিক অশান্তিতে ভুগছিলেন।’
প্রথম স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও দ্বিতীয় স্ত্রী ঝুমা বেগম জানান, গতকাল শুক্রবার রাতে তাঁরা তাঁদের স্বামীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু তিনি এ ধরনের ঘটনা ঘটাবেন সেটা তাঁরা বুঝতে পারেননি।