পটুয়াখালীর ইজতেমায় অংশ নিলেন এরশাদ
দেশবাসীর শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পটুয়াখালীর তিনদিনব্যাপী জেলা ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ ফারুক।
ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য জাপার মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারসহ বিভিন্ন দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেন পটুয়াখালী ও এর আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তা ছাড়া ইজতেমা ময়দানজুড়ে ছিল সিসি ক্যামেরাসহ তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
গত বৃহস্পতিবার থেকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে বিমানবন্দর মাঠে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।