নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা
বাসিন্দাদের ওপর কোনো নতুন কর আরোপ ছাড়াই ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রায় ৬০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে নেত্রকোনা পৌরসভা। আজ শনিবার দুপুরে নেত্রকোনা পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে ৫৯ কোটি এক লাখ ১৯ হাজার ৩৬৮ টাকা আয় এবং সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে।
উল্লেখযোগ্য প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে অডিটরিয়াম নির্মাণ বাবদ দুই কোটি ৫০ লাখ টাকা, মুক্তিযুদ্ধভিত্তিক বিজয় ভাস্কর্য নির্মাণ বাবদ এক কোটি টাকা, জেলা শহর অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পে এক কোটি টাকা ৫৮ লাখ টাকা। শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্প, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প ছাড়াও জলবায়ু প্রভাবজনিত কারণে ক্ষতিগ্রস্ত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
এবার বাজেটের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পৌর নাগরিকদের জন্য কোনো করারোপ করা হয়নি।
বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র-১ আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এ ছাড়া সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক ভজন দাস, হায়দার জাহান চৌধুরী, লাভলু পাল চৌধুরী, এ কে এম আব্দুল্লাহ, আলপনা বেগম, কামাল হোসেন প্রমুখ।