২৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল
২৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করেছে সরকার। এর মধ্যে ১৯ জনই সরকারি কর্মকর্তা-কর্মচারী।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আজ সোমবার এদের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে। মুক্তিযোদ্ধা সনদপত্রের অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় তাঁদের সনদ বাতিল করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
এদের মধ্যে রয়েছেন শিক্ষক, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক, কাস্টমস কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী।
বার্তাসংস্থা ইউএনবি জানায়, মুক্তিযোদ্ধা সনদ বাতিল হওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের যুগ্ম প্রধান শামীমা আখতার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রহমত আলী বিশ্বাস, মহাখালী স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ড. মো. ফজলুর রহমান, নারায়ণগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী দীলিপ কুমার দাস এবং সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন।