ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা কেন্দুল এলাকায় আজ শনিবার দুপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আমনুরা-গোদাগাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেলে আমনুরা কেন্দুল গ্রামের মুনতাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক (৩০), শফিকুল ইসলামের ছেলে নয়ন (৪২) ও রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নূরে আলম সিদ্দিকী (৩০) কেন্দুল গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই নূরে আলম ও ফারুক নিহত হন। আহত অবস্থায় নয়নকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটিও সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।