মুন্সীগঞ্জে প্রচণ্ড গরমে শিক্ষার্থীসহ ৯ জন হাসপাতালে
মুন্সীগঞ্জে প্রচণ্ড গরমে শিক্ষক-শিক্ষার্থীসহ নয়জন অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার অসডার একাডেমি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছয় ছাত্রী, দুই শিক্ষিকা ও এক অফিস সহকারী অসুস্থ হন। তাঁদের ভবের চরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসডার একাডেমির প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক জানান, বিদ্যালয়টিতে বিদ্যুৎ নেই। এর মধ্যে প্রচণ্ড গরমে ক্লাস করতে গিয়ে নয়জন অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে বমি করতে থাকলে তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থরা হলেন অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার, রিয়ানা আক্তার, তানজিলা আক্তার, সীমা আক্তার, শারমিন সুলতানা ও তামান্না আক্তার, শিক্ষিকা রাজিয়া সুলতানা ও হ্যাপী আক্তার এবং অফিস সহকারী তাসলিমা আক্তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাদিয়া ইসলাম জানান, গরমের কারণে এ সমস্যা হয়েছে। চিকিৎসা চলছে।