বেড়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কার্পাসকান্দা ও নান্দিয়ারা গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কার্পাসকান্দা গ্রামের আবদুর রাজ্জাক ও তাঁর তিন বন্ধু বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন। এমন সময় নান্দিয়ারা গ্রামের তফিজ মোল্লার ছেলে আজিবর মোল্লা ও মজিবর মোল্লা আট-দশজনকে সঙ্গে নিয়ে তাঁদের রাস্তা রোধ করে। কথাকাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আজিবর ও মজিবর দেশীয় অস্ত্র দিয়ে রাজ্জাক পক্ষের ছয়জনকে কুপিয়ে পালিয়ে যায়।
আহতাবস্থায় সন্টু খান (১৯), বাবুল মোল্লা (৪০), রোস্তম মোল্লা (৩৮), আলামিন (২০), শরিফ মোল্লা (২৮) ও শাহজাহানকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সন্টু খান ও বাবুল মোল্লাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ শনিবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সন্টু খানের মৃত্যু হয়। নিহত সন্টু খান কার্পাসকান্দা গ্রামের হান্নান খানের ছেলে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সরকার জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।