মুন্সীগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য মানবদিয়া গ্রামে আজ শনিবার দুপুরে আগুনে পুড়ে পপি সেন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
পুলিশের ধারণা, ওই গৃহবধূ ঘর আটকে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন।
তবে নিহত পপির মা রুমা দে দাবি করেন, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারা হয়েছে। তিনি বলেন, শুক্রবার তিনি মেয়েকে বাড়িতে নিতে তাঁর শ্বশুরবাড়ি যান। কিন্তু তারা মেয়েকে দেয়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হোসেন জানান, ছয় মাস আগে পপির সঙ্গে সুমন সেনের বিয়ে হয়। এরপর সুমন মালয়েশিয়া চলে যান।
ওসি জানান, আগুনের খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের টিন কেটে পপির মৃতদেহ উদ্ধার করেন। এ থেকে তাঁদের ধারণা, পপির ঘর আটকে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেন। তবু জিজ্ঞাবাদের জন্য পপির শ্বশুর, শাশুড়ি ও দেবরকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।