ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ ২
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে আজ শনিবার বিকেলে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
আবুল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বিকেলে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিল। মিঠাবাড়ী নামক স্থানে এসে নৌকাটি উল্টে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সুমাইয়া (৭) ও শফিকুল ইসলাম (১৮) নামের দুজন নিখোঁজ থাকে। এই খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কাল রোববার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে নতুন করে নিখোঁজদের সন্ধান চালাবে বলে জানান তিনি।