৬২ লাখ টাকা বৃত্তি দিল চট্টগ্রাম জেলা পরিষদ
২০১৪-১৫ অর্থবছরে চট্টগ্রাম জেলা পরিষদ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীর মধ্যে ৬২ লাখ টাকা বৃত্তি দিয়েছে। আজ শনিবার সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে এসব চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী রবীন্দ্রশ্রী বড়ুয়া বক্তব্য রাখেন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শিক্ষার্থীদের কঠোর অনুশীলন, অধ্যবসায়ের মাধ্যমে গঠনমূলক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।