শিক্ষিকাকে হত্যার দায়ে পালক ছেলের ফাঁসি
ঠাকুরগাঁওয়ের শিক্ষিকা উম্মে কুলসুম (৬০) হত্যা মামলায় তাঁর পালক ছেলে ফয়সাল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লার আইনজীবী বদিউজ্জামান বাদল চৌধুরীর স্ত্রী প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সাবেক সুপারিনটেনডেন্ট উম্মে কুলসুমকে শ্বাসরোধে হত্যা করে ফয়সাল ইসলাম।
এ ঘটনায় বদিউজ্জামান চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করলে পরের দিন সদর উপজেলার ছোটবালিয়া গ্রাম থেকে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।