এমপির বিরুদ্ধে সন্ত্রাসে মদদের অভিযোগ যুবলীগের
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজি রহিম উল্লাহর বিরুদ্ধে ‘সন্ত্রাসে মদদ দেওয়ার’ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবলীগ। শনিবার দুপুরে ফেনী শহরের একটি হোটেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির রতন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র এমপি হাজি রহিম উল্লাহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে ধ্বংস করার জন্য সন্ত্রাসী/জলদস্যু ও নিজস্ব বলয়ে সংগঠিত বাহিনী সৃষ্টি করে এবং সুযোগ-সুবিধা, অর্থ ও অস্ত্র প্রদান করে তাদের উৎসাহিত করছে এবং এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে লেলিয়ে দিচ্ছে।’
জেলা যুবলীগের আহ্বায়ক দাবি করেন, ‘গত ২ জুন রাত ৮টার দিকে সোনাগাজীর সোনাপুর বাজার কাপড় দোকানের সামনে রহিম উল্লাহর নির্দেশে সন্ত্রাসীরা স্থানীয় যুবলীগকর্মী আজিজুল হককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।’
স্বতন্ত্র সংসদ সদস্য হাজি রহিম উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অনিয়মসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গালমন্দ করার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আনাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুশেন চন্দ্র শীলসহ জেলা যুবলীগের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি রহিম উল্লাহ সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।