‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে যুবকের মৃত্যু
যশোরে ফিরোজ হোসেন নামের এক যুবক মারা গেছেন। পুলিশ জানিয়েছে, বোমা তৈরির সময় বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার হামিদপুর বালিয়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বালিয়াডাঙ্গা মাঠে বোমা বানানোর সময় বোমাটি বিস্ফোরিত হয়ে ফিরোজ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ফিরোজকে আটক করে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক মামুন বলেন, ফিরোজকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী দাবি করেন, বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে ফিরোজের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদরের হামিদপুর গ্রামে।