চাঁদপুরে নেদায়ে ইসলামের ওরশে ১৪৪ ধারা জারি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দির ইউনিয়নে নেদায়ে ইসলামের ওরশ শরিফের ওপর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম এ আদেশ জারি করেন।
দরবার শরিফের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া ও ওরশ পরিচালনা নিয়ে চাচা-ভাতিজার ভক্তদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় আজ বুধবার সকাল থেকে আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত নেদায়ে ইসলামের ওরস প্রাঙ্গণ, দরবার শরিফ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
প্রতি বছরের মতো এই বছরের ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ইমামুত্ব ত্বরিকত আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রহ.)-এর ৫৩তম ও আল্লামা শায়খ সায়্যিদ ড. মানজুর আহমাদ আল আহমাদী উয়েসী রিফায়ী (রহ.)-এর পঞ্চম ওফাত দিবস উপলক্ষে ওরশ শরিফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর এদিকে শায়খ মানজুর আহমাদ (রহ.)-এর ইন্তেকালের পর দরবারের খেলাফতকে কেন্দ্র করে এবং এ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে স্বীকৃতি পাওয়া এবং ওরস পরিচালনা নিয়ে ভাতিজা ড. মানজুর আহমাদ আল আহমাদী উয়েসী রিফায়ী (রহ.)-এর ছেলে শায়খ মাসুদ আহম্মেদ ও তাঁর চাচা আল্লামা শায়খ সায়্যিদ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রহ.)-এর ছেলে শায়খ মোস্তাক আহম্মেদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। চাচা-ভাতিজার ভক্তদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামায় এর আগে একজন লোক মারা যায়।