ঠাকুরগাঁওয়ে চার ছাত্রদল কর্মীর কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে দোকানপাট ভাংচুরের মামলায় চার ছাত্রদল কর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেষ্ঠ বিচারিক হাকিম সুকান্ত শাহা মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, জাহিদ হাসান,আরিফ হোসেন,হোসেন আলী ও শামীম আলী। তাঁদের মধ্যে শামীম আলী পলাতক রয়েছেন।
তাঁদের প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলা থেকে ৩৪ নেতাকর্মী অব্যাহতি পান।
মামলা সূত্রে জানা যায়,২০১২ সালের ১৬ মে বিএনপির তৎকালিন ভারপ্রাপ্ত মহাসচিব (বর্তমান মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির হন। ওই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপি ও ছাত্রদলের বিক্ষুদ্ধ কর্মীরা ওই দিন বিকেলে শহরের বেশ কিছু দোকানপাট ও ব্যাংক ভাংচুর করে। এ ছাড়াও রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে।