বিদ্যুতের আওতায় নেত্রকোনার পূর্বধলা
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার একটি গ্রামের শতাধিক পরিবার পল্লী বিদ্যুতের আওতায় এসেছে। গতকাল শনিবার সন্ধ্যায় গোহালাকান্দা ইউনিয়নের হাটবাড়েঙ্গা আঠারপোতা গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল।
২৫ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচ সুবিধা সৃষ্টিতে প্রথম পর্যায়ে ১১৫ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে।
বিদ্যুতায়ন উদ্বোধনের আগে হাটবাড়েঙ্গা আঠারপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী আহম্মদের সভাপতিত্বে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন পূর্বধলা উপজেলান চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার মো. আবু তাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।