যশোরে রিকশা ও ইজিবাইকচালকদের মধ্যে সংঘর্ষ
ব্যাটারিচালিত রিকশাচালকরা আজ রোববার দুপুরে আকস্মিকভাবে যশোর শহরে বেশ কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেন। ইজিবাইকচালকরা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন সাতজন। আহতদের মধ্যে চারজনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গত ৪ জুন থেকে যশোর শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার দুপুরে ব্যাটারিচালিত রিকশাচালকরা জেলা প্রশাসকের কাছে গিয়ে তাঁদের চলাচলের অনুমতি দেওয়ার আবেদন করেন। এ সময় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির তাঁদের আগামী ১৪ জুন অনুষ্ঠেয় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে রিকশাচালকরা শহরের দড়াটানা, কোতোয়ালি থানার মোড়সহ বিভিন্ন স্থানে ইজিবাইকের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করে। ইজিবাইকচালকরা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন সাতজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে গিয়ে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
যশোরের সহকারী পুলিশ সুপার শাফিন মাহমুদ জানান, জেলা প্রশাসকের দপ্তর থেকে বেরিয়ে রিকশাচালকরা বিভিন্ন স্থানে ইজিবাইক ভাঙচুর শুরু করেন। সাথে সাথে পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলগুলোতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।