সিইসি সৎ ও যোগ্য : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাষ্ট্রপতি একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় পিরোজপুরের ভান্ডারিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। উন্নয়ন ধরে রাখতে আগামী নির্বাচনে দেশের মানুষ মহাজোটকেই নির্বাচিত করবে।
মোহাম্মদ নাসিম আরো বলেন, শেখ হাসিনা দেশের স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। আজ দেশের তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে স্বাস্থ্যসেবা। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত করতে ৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের সব হাসপাতালগুলোতে উন্নয়ন অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম,স্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহিত, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মারুফ হাসান প্রমুখ।