কসবায় সীমান্ত হাটের উদ্বোধন ১১ জুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্ত হাটের উদ্বোধন করা হবে আগামী ১১ জুন। বাংলাদেশ-ভারত সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির দুটি আলাদা প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়েছে। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা জেলা পরিষদ ডাক বাংলোয় এবং ভারতের কমলাসাগর দীঘি পর্যটন এলাকায় এ দুটি সভা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এই সভায় পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি. কে চাকমা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভুইয়া, কসবা পৌরসভার মেয়র মুহম্মদ ইলিয়াস, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের নির্বাহী পরিচালক নরেন্দ্র আগারওয়াল, সীমান্ত হাট কমিটির সদস্য শ্রীমতি ছায়া সরকার।
এ সময় বাংলাদেশের পক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহাম্মেদ, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কসবার বিজিবি অধিনায়ক উপস্থিত ছিলেন।