চুয়াডাঙ্গায় ভারতীয় পণ্যসহ আটক দুই
চুয়াডাঙ্গায় এটিএন বাংলার স্টিকার ব্যবহৃত একটি গাড়ি থেকে চার লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ চালকসহ দুজনকে আটক করেছে। আজ সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকা থেকে এসব আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২১-১০৬৫), চোরাচালানির পণ্যসহ দুজনকে আটক করা হয়।
ফারুক জানান, কাপড়ের মালিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামরুল ইসলাম ও গাড়ির চালক নড়াইলের লোহাগড়ার মো. পারভেজকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এ গাড়িটির মালিক বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার নড়াইল প্রতিনিধি জহির ঠাকুর।
এ ব্যাপারে জহির ঠাকুর বলেন, ‘গাড়িটি আমার। গাড়িতে কিছু কাজ করানোর প্রয়োজন ছিল। গাড়ির চালক পারভেজকে বলেছিলাম গাড়ির কাজ করাতে ঢাকায় নিয়ে যেতে। যাওয়ার পথে গোয়ালন্দে গাড়ির চালক ভাড়ার বিনিময়ে ওই কাপড়সহ ঢাকায় নিয়ে রওনা হয়। আমি এতটুকুই জানি। আমার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।’