বরগুনায় শ্রমিকদের সংঘর্ষে ওসিসহ আহত ২০, গ্রেপ্তার ১৮
বরগুনার আমতলী উপজেলায় থ্রি- হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার সকালের এ ঘটনার সময় উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল জানান, কুয়াকাটা-আমতলী-পটুয়াখালী সড়কে থ্রি- হুইলার ও বাস চলাচল নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল।
কিন্তু বৈঠক শুরুর আগেই উভয় পক্ষের শ্রমিকরা বাঁধঘাট চৌরাস্তায় অবস্থান নেয়। তখন উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
এ সময় বাঁধঘাট চৌরাস্তা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়। ইট-পাটকেলের আঘাতে থানার পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্ট চলছে। সংঘর্ষে আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে থানার পরিদর্শক ছাড়াও রয়েছেন এসআই মজিবুর রহমান, মনিরুল ইসলাম, আবু হানিফা, সজল ও কনস্টেবল হাবিব, মোতালেব, মো. ইব্রাহীম (২৮), মিজানুর রহমান (২৮), রাসেল (২৫), দুলাল চৌকিদার (৪৫), কবির (৩০), বাশার (২৫), জুয়েল (৩৮), আবুল কালাম (২২), তৈয়ব গাজী (৬৫), ছালাম মাতুব্বর (৩৮) ও মজিবর মাতুব্বর (৫০)।