বিএনপি নেতা কায়সার কামালসহ ৪০ জনের জামিন
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার কায়সার কামালসহ ৪০ জনের হাইকোর্টের দেওয়া আগাম জামিন আদেশ বহাল রেখেছেন নিম্ন আদালত।
মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রোববার ব্যারিস্টার কায়সার কামাল এই মামলার ৪০ জন আসামি নিয়ে নেত্রকোনা মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছর চলমান সরকারবিরোধী আন্দোলন চলাকালে ১০ ফেব্রুয়ারি রাতে নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি দুর্গাপুর থানা পুলিশ বাদী হয়ে কায়সার কামালসহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করে।
পরে কায়সার কামাল হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে তাঁকে চার সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল রোববার নিম্ন আদালতে হাজির হয়ে তিনিসহ অন্য আসামিরা নিয়মিত জামিন আবেদন করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি নূরুজ্জামান নূরু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, কেন্দ্রীয় মহিলা দলের মানবাধিকার বিষয়ক সম্পাদক ড. আরিফা জেসমিন নাহীন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, মাসুদ রানা চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদুসহ দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপির বিপুল নেতা-কর্মী আদালতে উপস্থিত ছিলেন।