রাজবাড়ীতে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা থেকে লিয়াকত আলী লিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, লিয়াকত আলী ঝিনাইদহ পুলিশের উপপরিদর্শক (এসআই) মিরাজ হত্যা মামলার আসামি। তিনি চরমপন্থী দলের সক্রিয় সদস্য। এ ছাড়া তাঁর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আটটি গুলি ও চারটি চাপাতি উদ্ধারের দাবি করে ডিবি পুলিশ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১১টার দিকে মিয়ানমারের তৈরি একটি শ্যুটার গান, একটি পাইপ গান, আটটি গুলি ও চারটি চাপাতিসহ লিয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, লিয়াকত আলীর বিরুদ্ধে ঝিনাইদহ পুলিশের এসআই মিরাজ হত্যা, ডাকাতি, দস্যুতা এবং মোটরসাইকেল ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি চরমপন্থী দলের একজন সক্রিয় সদস্য।