বাংলাদেশে ঢুকে কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্তে ঢুকে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকা থেকে খোয়াজ আলী (৩০) নামের ওই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ।
খোয়াজ আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা। আটকের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের হাতে আটক কৃষক খোয়াজ আলীর স্ত্রী শাহান আরা খাতুন জানান, সীমান্তের চাতরের মাঠে ধানক্ষেত তৈরি করতে আজ সকালে বাড়ি থেকে রওনা দেন খোয়াজ আলী। ক্ষেতের গভীর নলকূপ চালু করার সময় বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাঁকে আটক করেন। এরপর তাঁকে বেধড়ক পেটাতে পেটাতে কাঁটাতারের বেড়ার ওপারে নিয়ে যান বলে তিনি অভিযোগ করেন। মাঠে উপস্থিত অন্য কৃষকরা তাঁকে এ তথ্য জানান।
এরপর শাহান আরা বিষয়টি দারিয়াপুর মুজিবনগর ক্যাম্পে জানান। তবে এখনো পর্যন্ত খোয়াজ আলীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বিজিবি দারিয়াপুর বিওপি কমান্ডার জাকির হোসেন জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।