দেশের সব রেলপথ ডুয়েল গেজ হবে : রেলমন্ত্রী
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের রেললাইন ডুয়েল গেজে রূপান্তর করা হবে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথে যাওয়ার জন্য এই ভৈরব ব্রিজ আমাদের জন্য বিরাট হেল্পফুল। এখানে বিদ্যমান যে ব্রিজটি আছে এই ব্রিজের পাশে আমরা এখন আরেকটি ব্রিজ করতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভারতীয় অর্থায়নে এই ব্রিজের কাজ চলছে। এখানে আমাদের কন্ট্রাক ভ্যালু হলো ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা প্রায়। এর প্রায় ফোরটি পারসেন্ট (৪০ শতাংশ) কাজের অগ্রগতি হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের আগেই এর নির্মাণকাজ শেষ হবে।’
নির্মাণকাজ পরিদর্শন শেষে দ্বিতীয় ভৈরব রেলসেতুর নির্মাণকাজের ঠিকাদার ইরকন-এফকন জয়েন্ট ভেঞ্চারের আশুগঞ্জ সাইট অফিসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুজিবুল হক। এ সময় নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে তাঁকে জানান রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ অধিদপ্তরের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আক্তারুন্নেসা শিউলি, রেলপথ বিভাগের মহাব্যবস্থাপক মজিবুর রহমান, পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক, কনসালট্যান্ট ফার্মের টিম লিডার নারায়ণ ঝা, ডেপুটি টিম লিডার রেজাউল করিম, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু জাফর প্রমুখ।