ইসি কথা না রাখলে সংকট বাড়বে
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার আশা প্রকাশ করে বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বর্তমান নির্বাচন কমিশন তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। না হলে দেশের সংকট আরো বাড়বে।
আজ শুক্রবার দুপুরে যশোরের জয়তী সোসাইটি মিলনায়তনে সুজনের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিকল্পনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বদিউল।
সুজন সম্পাদক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তাঁরা সংবিধান সমুন্নত রাখবেন এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন। অন্যায় কারচুপির বিরুদ্ধে তাঁরা জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। আশা করি, তাঁরা সফল হবেন। এ জন্য জনগণকে আস্থায় নেবেন। জনগণকে আস্থায় নিয়ে তাঁরা স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। জনগণ যদি মনে করে, তাঁরা ভালোভাবে কাজ করছেন, তাহলে রাজনৈতিক দলগুলো তাঁদের কোনো সমস্যা করতে পারবে না।’
‘যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে তা জাতির জন্য দুর্ভাগ্য ডেকে আনবে। আমরা ভয়াবহ অবস্থার দিকে যেতে পারি। কারণ যেসব দেশে গণতন্ত্র নাই, নির্বাচন ব্যবস্থা কারচুপিপূর্ণ, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ব্যাপক, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়- সেসব দেশে সম্প্রীতি বজায় থাকে না, উগ্রবাদের বিস্তার ঘটে। সেসব দেশে সবকিছু ভেঙে পড়ে।’
বদিউল আলম আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। আমি আশা করব, আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’
সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারসহ খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।