যশোরে স্কুলছাত্র খুন, বন্ধু আটক
যশোরে মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের একটি মাছের ঘের থেকে আজ মঙ্গলবার হিরক সরকার (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক ব্ন্ধুকে আটক করেছে।
নিহত হিরক মনিরামপুরের মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। সে সুজাতপুর গ্রামের বাসিন্দা।
নিহত হিরকের চাচা স্বপন কুমার সরকার জানান, সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে প্রতিবেশী বন্ধু দেবু ও রাজুর সাথে বাইরে বের হয় হিরক। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার সকালে এ ব্যাপারে মনিরামপুর থানায় জানানো হলে পুলিশ দেবুকে আটক করে। দেবুর স্বীকারোক্তি অনুযায়ী পরে ওই মাছের ঘের থেকে হিরকের লাশ উদ্ধার করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির উদ্দিন জানান, আটক দেবু তার বন্ধু হিরককে হত্যার কথা স্বীকার করেছে। দেবু ও রাজু বন্ধু হিরকের গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়।
ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা
এদিকে গতকাল সোমবার রাত ১২টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া জয়ন্তি গ্রামে লিটন হোসেন মোল্যা (২৮) নামের এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত লিটনের বড় ভাই রিপন হোসেন জানান, রাত ১২টার দিকে বাড়ির পাশে শামসুর রহমানের চায়ের দোকানে বসেছিলেন লিটন। এ সময় প্রতিবেশী শাহাদত হোসেন ও তাঁর ছেলে রমজান ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে লিটনকে গুরুতর আহত করেন। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আক্কাস আলী জানিয়েছেন, এ হত্যার অভিযোগে শাহাদত হোসেনকে আটক করা হয়েছে।