পোশাক কারখানায় ত্রিমুখী সংঘর্ষে আহত ২০
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক, পুলিশ ও মালিকপক্ষের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ায় পুকুরপাড় এলাকার মাহাবুব অ্যাপারেলসের কারখানায় এ ঘটনা ঘটে।
শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সোমবার মাহাবুব অ্যাপারেলস সোয়েটার কারখানার সাত শতাধিক শ্রমিক কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে পিসরেট বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। এ সময় মালিকপক্ষ শ্রমিকদের আগের নিয়মে কাজ করতে বললে শ্রমিকরা পিসরেট বৃদ্ধি করা ছাড়া কাজ করবেন না বলে জানান। পরে মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
মোস্তাফিজুর রহমান জানান, আজ সকালে শ্রমিকরা কারখানায় ঢুকে কাজে যোগ দিলে রানা হামিদ ও সাজেদুল নামের দুই শ্রমিককে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মালিকপক্ষের লোকজন।
পরে শ্রমিকরাও মালিকপক্ষের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশ এলে তাদের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করলে শ্রমিক, পুলিশ ও মালিকপক্ষের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে শ্রমিকরা পাঁচটি গাড়ি ভাঙচুর করেন।
আহত শ্রমিকদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।