রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত কনস্টেবলকে পিটিয়ে হত্যা
রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা প্রতিশ সরকার পরশকে (৫৫) পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, আটক গুরুদাস ও জগদীশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত পরশ এবং তাঁর প্রতিবেশী মাসুদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁদের পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির কাছে একটি মাঠে ফেলে যায়। গভীর রাতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ ভোর ৪টার দিকে সেখানেই পরশের মৃত্যু হয়।
অবসর নেওয়ার পর প্রতিশ সরকার পাংশা থানায় রাইটারের (মামলা লেখক) কাজ করতেন।