বাথরুমে র্যাব সদস্যের ঝুলন্ত লাশ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় এক র্যাব সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ভাগ্যকূলে র্যাব ১১-এর ক্যাম্প এলাকায় অবস্থিত আবাসিক ভবনের বাথরুম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৪২)। পুলিশের এই সহকারী উপপরিদর্শক র্যাব-১১তে কর্মরত ছিলেন।
এ ঘটনায় আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের এসআই আল মাহমুদ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। শ্রীনগর থানা পুলিশ তাজুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালপুর গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে। প্রাথমিকভাবে এই র্যাব সদস্যের আত্মহত্যার কারণ জানা যায়নি।
র্যাব-১১ ভাগ্যকূল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ার জানান, র্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের আগে কিছু বলা যাবে না।