বরগুনায় ‘নারীবান্ধব’ হাজতখানার উদ্বোধন
বরগুনা থানা চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নারীবান্ধব’ হাজতখানার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এই হাজতখানার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহম্মদ মারুফ হাসান। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম বরগুনা থানায় নারীবান্ধব হাজতখানা তৈরি করা হয়েছে। নারীদের পিরিয়ডের সময়ে স্যানিটারি ন্যাপকিন রাখাসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটি একটি শুভ উদ্যোগ।
ডিআইজি আরো বলেন, বরগুনার মতো করে বরিশাল রেঞ্জের সব থানায় নারীবান্ধব হাজতখানার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগমসহ স্থানীয় গণ্যমান্য সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।