মেহেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুর রহমানকে (৩৮) বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার সাহারবাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রংমহল গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষের নেতৃত্বে একটি দল আবদুর রহমানকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আবদুর রহমানকে উপজেলার করমদি এলাকা থেকে ২০১৫ সালের মে মাসে একটি একনলা বন্দুকসহ পুলিশ গ্রেপ্তার করে। কিছুদিন পর জামিনে এসে আত্মগোপন করেন তিনি।
আবদুর রহমানের অনুপস্থিতিতে গত ২০১৬ সালের ১৮ আগস্ট আদালত সাজা দেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, মাদকসহ সাতটি মামলা রয়েছে।
আবদুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।