নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকালীন সহায়ক সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনও নিরপেক্ষ হবে না। তাই শিগগির তাঁর দল সহায়ক সরকারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবে।
আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।
বিএনপির নেতা বলেন, ‘নির্বাচনকালীন যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে সেই নির্বাচন কখনই নিরপেক্ষ হবে না। খুব শিগগিরই আমাদের সহায়ক সরকারের যে কথা আমরা বলেছি, তার একটি রূপরেখা দেশের সামনে, জাতির সামনে তুলে ধরব।’
ফখরুল বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) স্বৈরশাসনের জন্য, জনগণের ওপর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের জন্য, হত্যা-খুন, জখমের রাজনীতির জন্য এমন একটা পর্যায়ে লিপ্ত হয়েছে, যেখানে তার পক্ষে নিরপেক্ষ নির্বাচনে ফিরে আসা সম্ভব নয়। এই নির্বাচন কমিশন কখনই সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে না, যদি না একটা নিরপেক্ষ সরকার থাকে।’
মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আমাদের কমপক্ষে দুই হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, কমপক্ষে ৫০০ নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে।’ তিনি বলেন, ‘পার্লামেন্টের মধ্যে তারা বলছে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে তার নিবন্ধন বাতিল করা হোক। একদিকে বলে বিএনপির নাকি শক্তি নাই, আরেক দিকে বলে বিএনপির ক্ষমতা নাই। তাহলে বিএনপির নিবন্ধন বাতিল করতে চাও কেন, বিএনপির বিরুদ্ধে সারাক্ষণ অপ্রচার করতে থাকো কেন।’
জেলা বিএনপির সদস্য শাহেদ কামাল চৌধুরী ডালিম এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।