মুন্সীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক
মুন্সীগঞ্জ শহর থেকে নিশি আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাঁচঘড়িয়াকান্দি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করলেও স্বামী পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জেরে নিশিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।
নিশির মা শেফালী বেগম জানান, চার বছর আগে আলামিন বেপারির সঙ্গে নিশি আক্তারের বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। আলামিন প্রায়ই নিশিকে মারধর করতেন। পারিবারিক কলহের জেরেই নিশিকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন শেফালী।
সদর থানার উপপরিদর্শক (এসআই ) শেখ সাদী এনটিভি অনলাইনকে জানান, রাত ২টার দিকে নিজের ঘর থেকে নিশি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শাশুড়ি ফাতেমা বেগমকে (৫০) আটক করা হয়েছে বলে জানান ওসি।