মুন্সীগঞ্জে দেয়ালচাপায় বৃদ্ধ নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দেয়ালচাপায় আবদুল মজিদ মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভাগ্যকূল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান এনটিভি অনলাইনকে জানান, ভাগ্যকূল ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা গ্রামের বৃদ্ধ মজিদ মোড়ল সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় বৃষ্টিতে দুর্বল হয়ে যাওয়া ইটের তৈরি একটি দেয়াল তাঁর ওপর ধসে পড়ে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করেন। বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুর ২টায় নিহতের লাশ শ্রীনগরে নিজ বাড়িতে আনা হয়।