মানিকগঞ্জে অপহৃত শিশু সাভারে উদ্ধার, আটক ৫
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভাউরিপাড়া থেকে অপহৃত তাওহিদ হোসেনকে (৬) পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে উদ্ধার করেছে। অপহরণের ১২ ঘণ্টা পর গতকাল বুধবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় পাঁচজনকে আটক করে।
আটককৃতরা হলেন ভাউরিপাড়ার শাহীন হোসেন (২০), রবিন হোসেন (১৮), ব্যাংক কলোনি এলাকার সোহেল হোসেন (২৫), ঢাকার নবাবগঞ্জ উপজেলার সেলেং এলাকার আলামিন (২৩) ও সিংগাইর উপজেলার দড়িবাক এলাকার ছাইদুল হোসেন (২৫)।
অপহৃত তাওহিদ ভাউরিপাড়ার শহিদুল ইসলামের ছেলে এবং পার্শ্ববর্তী জামির্ত্তা বিদ্যা নিকেতনের প্লে-শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে তাওহিদ একই গ্রামে বিদ্যালয়টির শিক্ষক মাহমুদার বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়। স্বজনরা তার সন্ধানে আশপাশের এলাকায় মাইক দিয়ে প্রচার করে। প্রতিবেশী শাহীনও মাইকিংয়ের করে তার খুঁজে বের হন।
শাহীনের গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হলে স্বজনরা পুলিশকে জানায়। পুলিশ শাহীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কাছে শাহীন ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণের কথা স্বীকার করে।
পরে শাহীনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গতকাল দিবাগত রাত ৩টার দিকে ব্যাংক কলোনির হাজি তমিজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া সোহেলের বাসায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত আরো চারজনকে আটক করে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, আইন অনুযায়ী শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপহরণের একটি মামলা হয়েছে। মামলায় ওই পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।