মুক্তিযুদ্ধ নিয়ে উক্তির জন্য আদালতে উপ-সেনাপতি
‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ে মুজিব বাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য মানহানির মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। আজ বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ের আগেই ব্রাহ্মণবাড়িয়া সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এসে হাজিরা দেন মুক্তিযুদ্ধকালীন উপ-প্রধান সেনাপতি।
২০১৪ সালের ১০ সেপ্টেম্বর ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ে মুজিব বাহিনী সম্পর্কে আপত্তিকর তথ্য লেখায় রচয়িতা এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের বিরুদ্ধে মানহানির মামলা করেন সাবেক যুগ্ম সচিব এম এ ইসহাক ভূঁইয়া। এ মামলায় আদালত এ কে খন্দকারকে আগামী ২৫ জুন হাজির হওয়ার নির্দেশ দেন।
কিন্তু নির্ধারিত সময়ের আগেই আজ এ কে খন্দকার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষ এর প্রতিবাদ করে আদালত বর্জন করেন। পরে আদালতের অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরা সুলতানা ২৫ জুনই এ কে খন্দকারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আদালত বর্জন সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী তানভীর ভূঁইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কটূক্তি করায় সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারের বিরুদ্ধে সাবেক জয়েন সেক্রেটারি ইসহাক সাহেব বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেছিলেন। উনি ক্ষুব্ধ হয়ে এই আসামির বিরুদ্ধে এই মোকদ্দমা আনয়ন করেন। কিন্তু আজকে আমাদের বিজ্ঞ আদালত উনি দীর্ঘদিনের এই কাস্টমস অমান্য করে ধার্য তারিখ ছাড়া আজ একতরফাভাবে এই মোকদ্দমা শুনানি করার জন্য আগ্রহী হন। নিম্ন আদালত যেহেতু বাদীর অনুপস্থিতিতে এভাবে শুনানি করার জন্য উদ্যোগী হলেন আমরা কিন্তু এটার চরম বিরোধিতা করেছি। আজকে শুনানি করলে আমরা শুনানিতে অংশগ্রহণ করব না- এ কথা বলে আমরা আদালত বর্জন করে বাইরে চলে এসেছি। ’