আরেকটি সীমান্ত হাটের যাত্রা শুরু
উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ ও ভারত সীমান্তে বহুল প্রতীক্ষিত সীমান্ত হাট যাত্রা শুরু করেছে। আজ বৃহস্পতিবার কমলা সাগর-তারাপুর সীমান্ত হাটের কার্যক্রম শুরু হয়েছে। দুই দেশের মানুষ নিজেদের পণ্য বেচাকেনা করতে পারবে এ হাটে।
সীমান্ত হাটের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব এম নাগা রাজু। তাঁর সঙ্গে আরো ছিলেন ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি. কে. চাকমা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম। এ ছাড়া দুই দেশের জেলা পর্যায়ের কর্মকর্তা, সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই সীমান্ত হাট ঘিরে ছিল স্থানীয় মানুষের উৎসাহ। তবে প্রথম দিন দুই দেশের সরকারি কর্মকর্তাদের ভিড়ই ছিল বেশি। দুই দেশের বিক্রেতারা পণ্য নিয়ে হাটে আসে। তবে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা ছিল কম। হাট চলেছে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
২০১৪ সালের ২১ মে কসবা সীমান্তের ২০৩৯ পিলার সংলগ্ন কমলা সাগরদীঘির উত্তরপাড়ে তারাপুর এলাকায় এ হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তিন মাসের মধ্যে এর কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। প্রত্যেক দেশ থেকে ৬৯ দশমিক ৬৬ শতাংশ করে নেওয়া ভূমিতে এ হাট নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায় দুই কোটি ৪৪ লাখ টাকা।
কসবা পৌরসভার মেয়র মো. ইলিয়াছ আলী জানান, সীমান্ত হাট বসবে প্রতি বৃহস্পতিবার। বাংলাদেশের ২৫ জন ও ভারতের ২৫ জন ব্যবসায়ী নির্ধারিত পণ্যদ্রব্য বিক্রি করতে পারবেন। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ হাটে কেনাবেচা চলবে।
সীমান্ত হাটে বাংলাদেশের ১৫ ও ভারতের ১৬টি পণ্য স্থান পাবে। বাংলাদেশ থেকে হাটে বিক্রির জন্য অনুমোদিত পণ্যসামগ্রীর মধ্যে আছে বিস্কুট, লুঙ্গি, ফলমূল, স্থানীয় কুটিরশিল্পে উৎপাদিত সামগ্রী ইত্যাদি। ভারত থেকে সীমান্ত হাটে বিক্রির জন্য অনুমোদিক পণ্যসামগ্রীর মধ্যে আছে শাকসবজি, ফলমূল, মসলা, বনজ সামগ্রী, কুটির শিল্পে উৎপাদিত সামগ্রী, কৃষি উপকরণ, চা, অ্যালুমিনিয়াম সামগ্রী ইত্যাদি।
২০১১ সালের ২৩ জুলাই কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে দুই দেশের মধ্যে প্রথম সীমান্ত হাট চালু হয়।