মেলার নামে জুয়া, অশ্লীল নৃত্য বন্ধের দাবি
বরগুনা কৃষি, কুটিরশিল্প ও আনন্দমেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে ‘সচেতন নাগরিকের’ ব্যানারে এ কর্মসূচি পালন করে সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের বাসিন্দারা।
কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সমনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, শিল্প ও বাণিজ্য মেলার নামে প্রতিবছর বরগুনার একটি প্রভাবশালী মহল ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে অশ্লীল নৃত্য ও জুয়াসহ নানা অনৈতিক কার্যকলাপের আয়োজন করে। এতে মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ। তাই এ বছর মেলার নামে এসব অনৈতিক কর্মকাণ্ড কিছুতেই তারা হতে দেবেন না।
মানববন্ধনে বক্তব্য দেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন, বরগুনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তৌহিদ মোল্লা, বরগুনা জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান টিটু, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদী, অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, গোলাম কিবরিয়া পিন্টু প্রমুখ।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক ড. মহা: বশিরুল আলম জানান, শহরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।