রেললাইনের ওপর ঘুম, কাটা পড়ে মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আসমান আলী (৪০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রেলস্টেশনের অদূরে বেলগাছিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমান আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলার শ্মশানপাড়ার মরহুম মহিউদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মণি জানান, আসমান রেললাইনের পাশের খাদে বেশ কিছুদিন ধরে বসবাস করছিলেন। গতকাল রাতে তিনি রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে সৈয়দপুর থেকে খুলনাগামী রকেট মেইল ছেড়ে আসে। ওই ট্রেনে আসমানের দুটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে আসমানের মৃত্যু হয়। রাতেই তালতলার বাড়িতে আসমানের মরদেহ নেওয়া হয়।
কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবরটি কেউই তাঁকে জানায়নি।