দামুড়হুদায় বাস উল্টে ১০ যাত্রী আহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আবদুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগরের রেজা, সবুজপাড়ার আবুল কাশেম, কেদারগঞ্জ এলাকার আশরাফুল ও লিটন বিশ্বাস, জীবননগর উপজেলার দৌলতগঞ্জের মাসুদ রানা লিটন, দামুড়হুদার জয়রামপুর গ্রামের আর্জিনা বেগম এবং তারিনীপুরের বকুল, ঊষা, রোকন ও ঝন্টু।
আহত যাত্রী আর্জিনা বেগম জানান, ১৫ জন যাত্রী নিয়ে শিলা এন্টারপ্রাইজের একটি বাস (চুয়াডাঙ্গা জ ১১-০০০২) সকালে চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি দামুড়হুদা আবদুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে রাস্তার ওপর কাদাপানি দেখে চালক ব্রেকে চাপ দেন। এর পর বাসটি উল্টে যায়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।