তারাকান্দা ও ফুলপুর উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় তারাকান্দা ও ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৫০ নেতা-কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা জানান, তারাকান্দার মধুপুর বটতলা স্থানে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে গতকাল সোমবার রাত পৌনে ৮টায় হালুয়াঘাটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে হরতাল-অবরোধকারীরা। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হন। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বাদী হয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ও ফুলপুর উপজেলার চেয়ারম্যান আবুল বাশার আকন্দসহ ২০-দলীয় জোটের ৩০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।