সড়ক দুর্ঘটনায় কোকাকোলার বিক্রয় প্রতিনিধিসহ নিহত ২
গোপালগঞ্জে দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে পাঁচজন।
আজ বুধবার বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার গান্ধীয়াশুরে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, নিহতরা একটি নসিমনে করে কোকাকোলার পণ্য নিয়ে টেকেরহাট যাচ্ছিলেন। পথে গরুবোঝাই অপর একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হন। পরে তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধি মহিদুল মোল্লা (২৫) ও নসিমনচালক সাবুর কাজী (৩৪) মারা যান। নিহতদের বাড়ি নড়াইলের নড়াগাতি থানার নিধিপুর ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারহাট গ্রামে।